ফের শিরোনামে কৃষ্ণ কুন্ডু : সিভিক ভলেন্টিয়ার এর হাতে আক্রান্ত বলে অভিযোগ

22nd August 2021 6:36 pm বাঁকুড়া
ফের শিরোনামে কৃষ্ণ কুন্ডু : সিভিক ভলেন্টিয়ার এর হাতে আক্রান্ত বলে অভিযোগ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  সিভিক ভলান্টিয়ারের দাদাগিরিতে আক্রান্ত বিজেপি কর্মী বলে অভিযোগ। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে।

ফের  সংবাদ শিরোনামে কৃষ্ণ কুন্ডু। কিন্তু কে কৃষ্ণ কুন্ডু? এই সেই কৃষ্ণ কুন্ডু যার সাথে শালতোড়ার বিধানসভার  বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছিল। শুধু তাই নয় অবৈধভবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল বলে অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে। যদিও বিধায়ক সে সকল অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। বিধায়কের সঙ্গে পরকীয়ায় জড়িত থাকা কৃষ্ণ কুন্ডুর উপর এবার হামলার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে।গত শুক্রবার রাত্রে  তিনি যখন বাড়ি ফিরছিলেন লক্ষণপুর মোড়ের সামনে এক সিভিক ভলেন্টিয়ার তাকে ব্যাপকভাবে মারধর করে বলে অভিযোগ । তারপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় গতকাল সন্ধ্যার দিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় কৃষ্ণকে। হাসপাতলে ভর্তি থাকার কারণে যদিও থানায় এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি কৃষ্ণ ও তার পরিবার।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।